ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

স্বাস্থ্য

কর্মবিরতি পালন করছেন চক্ষু হাসপাতালের নার্স-কর্মচারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, মে ২৮, ২০২৫
কর্মবিরতি পালন করছেন চক্ষু হাসপাতালের নার্স-কর্মচারীরা

ঢাকা: জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নার্স ও কর্মচারীরা।  

বুধবার (২৮ মে) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা।

 

এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। কর্মবিরতির ফলে হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এতে কয়েকশ রোগীকে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে দেখা যায়।

হাসপাতাল প্রাঙ্গণে একজন রোগী বলেন, চোখের চিকিৎসার জন্য গাজীপুর থেকে আসছি। কিন্তু এখানে এসে দেখি নার্স এবং কর্মচারীরা আন্দোলন করছেন, তাই চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে কয়েকবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি।

আরকেআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।