খুলনা: খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ ফিরোজ সরকার রোববার (১২ অক্টোবর) সকালে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন।
কেসিসি এলাকায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এ টিকাদান কর্মসূচি আগামী চার সপ্তাহ অব্যাহত থাকবে।
কেসিসি এলাকায় টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, কার্যকর টিকা আবিষ্কারের পরে অনেক রোগ পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। অতীতে টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশের ইপিআই কার্যক্রম বিশ্বব্যাপী সবসময় প্রসংশিত হয়েছে। রোববার থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও সফল করার বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে যে, আজকের সুস্থ শিশু মানেই আগামীর সুস্থ প্রজন্ম ও ভবিষ্যতের দক্ষ নাগরিক। শিশুদের লেখাপড়া-খেলাধুলায় সফল হওয়ার জন্য সুস্থতার বিকল্প নেই। যে সকল শিশু ইতোমধ্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের সঠিকভাবে টিকা দিতে হবে। একইসাথে, রেজিস্ট্রেশন না করা শিশুদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টাইফয়েড টিকার উল্লেখযোগ্য কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই এবং টিকাটি হালাল সনদপ্রাপ্ত।
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ ৭২ হাজার তিনশত ৭০ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। টিকা ক্যাম্পেইনের আওতায় কেসিসি এলাকায় পাঁচশত ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকা দেয়া হবে। খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। কেসিসি আওতায় টিকা ক্যাম্পেইনে দুইশত ৫২ জন টিকাদানকারী, তিনশত ৫০জন স্বেচ্ছাসেবী, ৬২জন প্রথম সারির সুপারভাইজার, আটজন দ্বিতীয় সারির সুপারভাইজার, চারজন কোল্ড চেইন ম্যানেজমেন্ট এবং চারজন আইটি ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন।
কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আকিব উদ্দিন, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম-সহ কেসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআরএম