ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ফার্মাসিস্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৩

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে রোগী দেখছেন ফার্মাসিস্ট।

চিকিৎসক সংকটের সyযোগে হাসপাতালের ফার্মাসিস্ট আব্দুর রাজ্জাক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে কোম্পানির কাছ থেকে নিম্নমানের ওষুধ ও মাসোয়ারা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ও আউটডোরে রোগী দেখে ওষুধপত্র দিচ্ছেন।



যার ফলে রোগীর সঠিক রোগ নির্ণয় না হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসা প্রদানের কারণে রোগীর জীবননাশের শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলায় একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটটি সাব-কেন্দ্র রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র তিনজন। চিকিৎসক সংকটের কারণে বিপাকে পড়েছেন রোগীরা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোস্তফা মঈন বাংলানিউজকে জানান, চিকিৎসক সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতেই আব্দুর রাজ্জাককে মাঝে মধ্যে জরুরী বিভাগে রোগী দেখার দায়িত্ব দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা:মাহমুদুল ইসলাম ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।