ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নিয়মিত পিল সেবনে স্তন ক্যান্সার রোধ সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
নিয়মিত পিল সেবনে স্তন ক্যান্সার রোধ সম্ভব

ঢাকা: হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি দুঃসাহসিক কাজ করে নিজের জীবন বাঁচিয়েছেন।  স্তন ক্যান্সার থেকে বাঁচতে অস্ত্রোপচার করেছেন তিনি।

কিন্তু অনেকে এ দুঃসাহস দেখাতে সাহস পান না বা জোলির মতো ক্যান্সারের আশঙ্কা তত মাত্রায় নয় তারা স্তন ক্যান্সার থেকে নিরাময় পেতে পারেন। এজন্য তাদেরকে টানা পাঁচ বছর নিয়মিত পিল (বড়ি) সেবন করতে হবে।
স্বাস্থ্য বিষয়ক এনএইচ নির্দেশিকায় মঙ্গলবার এমন পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলি অস্ত্রোপচার করে ক্যান্সারের ঝুঁকি ৮৭ শতাংশ থেকে ৫ শতাংশে কমিয়ে আনেন। তার মা স্তন ক্যান্সারে মারা গেছেন।

ট্যামোক্সিফেন ও রেলোক্সিফেন নামের দুটি ক্যান্সাররোধকারী দুটি পিল সেবন করলে স্তন ক্যান্সারের ঝুঁকি ৩০ বা ৪০ শতাংশ কমে যাবে। তবে এ পিল দুটি ব্রিটেনে অনুমোদন পায়নি কিন্তু যুক্তরাষ্ট্রে পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।