ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

গর্ভবতীরা ম্যালেরিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩

ঢাকা: দেশে ম্যালেরিয়া সংক্রমণের হার দিন দিন কমে আসছে। তবে আক্রান্তদের মধ্যে গর্ভবতী মায়েদের হার বৃদ্ধি পেয়েছে।



রোববার রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সেন্টার ফর ভ্যাকসিন সায়েন্সের বৈজ্ঞানিক ডা. ওয়াসিফ আলী খান এ তথ্য জানান।

গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে ডা. ওয়াসিফ জানান, বর্তমানে ম্যালেরিয়া আক্রান্তদের ২ দশমিক ৩ শতাংশ গর্ভবতী নারী।

অন্যদিকে, সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার হার মাত্র দশমিক পাঁচ শতাংশ। গর্ভবতীদের আক্রান্তের হার অন্যদের তুলনায় পাঁচ গুণেরও বেশি। ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা দেশের ১৩টি জেলায় এ চিত্র দেখা যায়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় এর সংখ্যা বেশি।
 
ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির প্রতিবন্ধকতা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টর (সিডিসি) অধ্যাপক ডা. বেনজির আহমেদ বাংলানিউজকে বলেন, ‘২০১২ সালে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা মাত্র ২৭১ জন। এর আগে ২০১১ সালে ছিল ৪৭৫ জন।
 
ম্যালেরিয়ায় মৃত্যুর হার প্রতি লাখে মাত্র দশমিক এক। তবে গত জুলাই মাসে হঠাৎ করেই ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যায়।
 
ভৌগলিক সীমাবদ্ধতা, অপর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা, দক্ষ জনশক্তির অভাব, দুর্বল যাতায়াত ব্যবস্থা এবং অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে মারাত্মক ম্যালেরিয়া আক্রান্ত রোগীর দেরিতে চিকিৎসা গ্রহণের কারণে এ সমস্যা বেড়েছে। ’
 
ঝুঁকিপ্রবণ এলাকায় ৯০০টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি চালানো হচ্ছে বলেও জানান তিনি।
 
এছাড়াও সরকারি ও বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৩
এমএন/এএইচএস/এবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।