ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবানে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৩
বান্দরবানে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

বান্দরবান: যাত্রা শুরু করলো বান্দরবান ডায়াবেটিক হাসপাতাল।

মঙ্গলবার দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বান্দরবান ডায়াবেটিক সমিতির সভাপতি কে এম তারিকুল ইসলাম।



জেলা সদরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পরিপূর্ণভাবে নতুন আঙ্গিকে চালু হয়েছে বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হাসপাতালের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন উপস্থিত অতিথি ও হাসপাতালে আসা রোগীদের কাছে।

হাসপাতালটিতে পর্যায়ক্রমে আই ইউনিট, ডেন্টাল ইউনিট থেকে শুরু করে সংশ্লিষ্ট যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জেলা প্রশাসক জানান। এজন্য তিনি সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জামান, নেজারত ডেপুটি কালেক্টর শামীম হোসেন, এ ডি সি (রাজস্ব) ফয়েজ আহমদ, বান্দরবান ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইসহাক, মাসিক চিম্বুক সম্পাদক মো. বাদশা মিঞা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণিসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৩ 
এসআই/বিএসকে- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।