ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রক্তে গ্লুকোজের মাত্রা বলে দিবে গুগল লেন্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
রক্তে গ্লুকোজের মাত্রা বলে দিবে গুগল লেন্স

ঢাকা: ডায়াবেটিকস রোগীদের জন্য সুখবর নিয়ে আসল গুগল। তারা নতুন এমন এক ধরনের লেন্স আবিষ্কার করেছে যা চোখের অশ্রুর মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা বলে দেবে।



বৃহস্পতিবার গুগল এই লেন্স প্রকাশ করে। তবে সাধারণের কাছে পৌছেতে আরো পাঁচ বছর লাগবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। এর ফলে রক্তের গ্লুকোজ নির্ধারণে আর আঙ্গুল ফুটো করে রক্ত বের করার প্রয়োজন হবে না।

এই প্রটোটাইপ লেন্সে বেশ কিছু মেডিকেল ডিভাইস প্রতিস্থাপন করা হয়েছে। যেমন: লেন্সে মাইনাসকুল গ্লুকোজ সেন্সর  এবং ওয়ারলেস ট্রান্সমিটার বসানো হয়েছে।

বিশ্বে বর্তমানে যে ৩৮২ মিলিয়ন লোক ইনসুলিন ব্যবহার করে তাদেরকে এই লেন্স সাহায্য করবে।

লাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।