ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী!

ইসমাইল হোসেন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী! ছবি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিজেই সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একারণেই পরিবারের এক সদস্যকে বিদেশ থেকে চিকিৎসা করিয়ে এনেছেন।



মহাজোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীরা দেশের চিকিৎসা ব্যবস্থার
গুণগান করলেও বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠে দেখা গেল হতাশার সুর।

সম্প্রতি পরিবারের এক সদস্যের চিকিৎসা করিয়ে এনেছেন পার্শ্ববর্তী একটি দেশ থেকে। আর এ কারণে সংবাদ সম্মেলনে মিডিয়ার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে।

বুধবার বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও বিশ্ব স্বাস্থ্য দিবস বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নাসিম।

সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট কি না?

জবাবে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তষ্ট নন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, আমাদের অবকাঠামোগত সংকট আছে। আর সংকট থাকলে আমরা কিভাবে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো।

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।