পটুয়াখালী: গত এক বছরে পটুয়াখালী জেলায় যক্ষ্মা রোগে ৬১ রোগীর মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছে আরো এক হাজার ১৬৯ জন।
যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ- শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ তথ্য জানান।
রোববার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে প্রেসক্লাব ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমিতাভ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার রফিকুল হাসান গনি, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপার ডা. তরুণ কান্তি এবং সিভিল সার্জন ডা. মো. নওসের আলী।
এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও এনজিও প্রতিনিধিসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪