ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সম্মাননা পেলেন প্রাণ গোপাল দত্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ২, ২০১৪
সম্মাননা পেলেন প্রাণ গোপাল দত্ত ডা. প্রাণ গোপাল দত্ত / ছবি: ফাইল ফটো

ঢাকা: মাদকদ্রব্য সেবন ও ধূমপান বিরোধী অবদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে সম্মাননা দেওয়া হয়েছে।  

 

গত শনিবার রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়নে বিশ্ব তামাক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব এম এম নিয়াজউদ্দিনের কাছ থেকে ডা. প্রাণ গোপাল দত্ত সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

 

উল্লেখ্য, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে মাদকদ্রব্য সেবন ও ধূপমানকে নিরোৎসাহী করার জন্য সচেতনমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ধূপমানবিরোধী বিভিন্ন সভা সেমিনারে অংশ নেওয়া ছাড়াও সচেতনমূলক প্রশিক্ষণ প্রদান করছেন।  

 

তিনি ধূমপানবিরোধী কর্মকান্ড ছাড়াও শব্দদূষণ প্রতিরোধ ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।