ঢাকা: ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ন্যাশনাল ফিস্টুলা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সেন্টারের উদ্বোধন করেন।
এর আগে বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম ফিস্টুলা সেন্টারের উদ্বোধন করার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে যাননি। তার পক্ষ থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাসচিব আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রি. জেনারেল মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মোড়ক উন্মোচনের পরপরই ওয়ার্ডের পাশে সংবাদকক্ষে ফিস্টিলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়। শুরুতে বক্তব্য রাখেন অধ্যাপক ফেরদৌসি ইসলাম। এরপর ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা ৪ লাখের মতো।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৪