ঢাকা: দেশে এখন পর্যন্ত প্রতিবন্ধীদের সঠিক কোনো সংখ্যা জানা নেই। এর কারণ হিসেবে তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, পরিসংখ্যান না থাকাটা একটি রাজনীতি।
সঠিক পরিসংখ্যান থাকলে, মন্ত্রণালয়গুলোকে আলাদাভাবে ভাবতে হবে প্রতিবন্ধীদের কথা, বরাদ্দ দিতে হবে অর্থ। তাই সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয় এ পরিসংখ্যান।
বেসরকারি সংস্থ্যা সাইটসেভারসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে একটি ইংরেজি দৈনিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধামুক্ত একীভূত সমাজ’ শীর্ষক অধিকার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাদেকা হালিম।
তিনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে আলাদা করে রাষ্ট্র ভাবতে চায় না। অথচ সবচেয়ে বড় দ্বায়িত্ব রাষ্ট্রের। এমন এক মানসকাঠামো তৈরি করতে হবে, যেখানে সবার অধিকার সমান হবে।
প্রতিবন্ধীদের জন্যে সংসদীয় ককাস গঠন এবং সংসদে প্রতিবন্ধীদের জন্যে একটি সংরক্ষিত আসনের প্রয়োজনয়ীতার কথা বলেন তিনি।
এ সময় প্রতিবন্ধীদের অধিকার সর্ম্পকে জনমত তৈরিতে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
নির্ধারিত বক্তব্যে ট্রাস্টি ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের মনসুর আহমেদ চৌধুরী বলেন, দেশে আইন রয়েছে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার জন্যে। সেটিকে বিধি করে সবাইকে সোচ্চার করতে হবে।
প্রতিবন্ধীদের জন্য বাঁধামুক্ত ও একীভূত ও অধিকারভিত্তিক সমাজ গঠনের কথা বলেন তিনি।
ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (বিভিপিআইপিএস) সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাইটসেভার্সের দেশীয় প্রতিনিধি ডা. গোলাম কিবরিয়া।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪