রংপুর: বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার সকালে নগরের জলকর ব্র্যাক অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক এর প্রোগ্রাম অফিসার আবেদা সুলতানা।
বক্তব্য রাখেন, ব্র্যাক এর সিনিয়র এরিয়া ম্যানেজার মনিকা রানী বর্মন, ব্র্যাক এর এফওএডিপি মোছা.আরশী বানু, মাজাহারুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় বলা হয় ১০ বছরের পর থেকে কিশোর কিশোরীরা তাদের বয়ঃসন্ধিকালের বিষয়গুলো নিয়ে পরিবারের সদস্যদের সাথে শেয়ার না করায় তারা অনেকেই বিপথগামী হচ্ছেন। এই বয়সের কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার জন্য বাবা মা’র বন্ধ সুলভ আচরণ করা দরকার। কিন্তু দেখা গেছে অনেক পরিবারের বাবা মা তাদের সাথে এ বিষয়ে দুরত্ব বজায় রেখে চলেন। এতে করে তারা বিপথগামী হচ্ছে।
মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৪