ঢাকা: হাসপাতালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসনে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট’ গঠন, নিরাপত্তা অ্যালার্ম স্থাপন ও বাজানোর সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।
রাজধানীর বারডেম হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল এবং জেড এইচ শিকদার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সাংবাদিক মারধর ও চিকিৎসক-অভিভাবকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে চারটি হাসপাতালের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।
প্রতিবেদনের কথা তুলে ধরে মন্ত্রী জানান, আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় মেটানো এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণ দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছে তদন্ত কমিটি।
এছাড়া হাসপাতালে চিকিৎসক-সাংবাদিক সুসম্পর্ক রাখতে বেশ কিছু সুপারিশ করেছে কমিটি।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৪