ওসমানি স্মৃতি মিলনায়তন থেকে: বৃহস্পতিবার সারাদেশে ৬ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে সরকার। গ্রামে গ্রামে এই চিকিৎসকরা কাজ করবেন।
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “আগামীকাল থেকেই গ্রামে গ্রামে চিকিৎসকরা কাজ করতে শুরু করবেন। স্বাস্থ্যসেবা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে। ”
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব এমএম নিয়াজ উদ্দিন বলেন, বৃহস্পতিবারই সারাদেশে নিয়োগ দেওয়া হচ্ছে ৬ হাজার চিকিৎসক। ”
অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩৩তম বিসিএস-এ উত্তীর্ন চিকিৎসকদের আগামী ৭ আগস্ট সকাল ৭টা থেকে ১১টার মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগদানের জন্য বলা হয়েছে। ওইদিন বেলা ১১টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাদের উদ্দেশ্যে নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন।
বাংলাদেশ সময় ১১৩৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪