ঢাকা: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিডিএমএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর দেশের ৬৪টি জেলায় একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ২৪ বছর পরে অনুষ্ঠিত এ নির্বাচনে চিকিৎসকরা উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে ভোট দেন।
বিজয়ী পরিষদের মহাসচিব ডা. সিরাজুল ইসলাম বাচ্চু বলেন, চিকিৎসা সেবায় সরকারে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে সচেষ্ট ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য। প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এমনকি মা ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতেও আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, আমরা ডিপ্লোমা চিকিৎসকদের আরও উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। এতে চিকিৎসা সেবাও আরও সমৃদ্ধ হবে।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. ইয়াসিন আলী বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় চিকিৎসা সেবা আজ সবার দোরগোড়ায় পৌঁছেছে।
চিকিৎসা ক্ষেত্রে সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামাঞ্চলেও সহজেই উন্নততর চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। এতে ডিপ্লোমা ডাক্তারদের ভূমিকা অনস্বীকার্য বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪