ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কার্ডিওলজির গবেষণা উন্নয়ন নিয়ে সেমিনার

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
কার্ডিওলজির গবেষণা উন্নয়ন নিয়ে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় রাজধানীতে কার্ডিওলজির সাম্প্রতিক গবেষণা ও উন্নয়ন নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



সান ফার্মার বিশ্বব্যাপী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সান ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লি‍মিটেড, আমেরিকান কলেজ অব কার্ডিওলজি (এসিসি) ও জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে আমেরিকান কলেজ অব কার্ডিওলজির বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. সি ই অরিঞ্জার, ড. এম এ পেফার, ড. যে এ বেকম্যান এবং ড. ব্রুস লিন্ডসে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।