ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: নাটোরে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়াসহ আশপাশের সব হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (২০ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।



ক্ষুদে বার্তায় বলা হয়েছে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এ ঘটনায় মন্ত্রী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বলেও ওই বার্তায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।