ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল রোববার

ঢাকা: মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে রোববার।
 
রোববার দুপুর একটায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


 
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।
 
মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তির জন্য গত শুক্রবার সারা দেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।