ঢাকা: সরকারি চাকরিতে সুনির্দিষ্ট কোনো নিয়োগ বিধি না থাকায় সদ্য পাস করা চার হাজার গ্রাজুয়েট রেজিস্টার্ড নার্স (বিএসএন) বেকায়দায় পড়েছেন।
২০১২ সালে সাতটি সরকারি মেডিকেল কলেজ ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে পাস করা এসব নার্স প্রথম ব্যাচে বের হয়েছেন।
ডিগ্রিধারী এসব নার্স নিয়োগের ক্ষেত্রে প্রথম শ্রেণীর মর্যাদাসহ বেশ কয়েকটি দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন।
এরই অংশ হিসেবে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসব দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) বিষয়ে পাস করা নার্স ও শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪