মৌলভীবাজার: তীব্র শীতের কারণে মৌলভীবাজার সদর হাসপাতালে হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের সদর হাসপাতাল ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
এদিকে, প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে শিশু ও নারী-পুরুষ মিলে বহিঃবিভাগে প্রায় ২শ’ রোগী চিকিৎসা নিতে আসছেন।
এদের মধ্যে আশঙ্কাজনক রোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের সিনিয়র নার্স নাজমা বেগম বাংলানিউজকে জানান, শীতের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে।
মৌলভীবাজার সির্ভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডা. মো. ইয়াইয়া বাংলানিউজকে জানান, হাসপাতালে হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তরা বেশি আসছেন। এসব রোগীদের খাবার স্যালাইন, সিরাপ, ইনজেকশন দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪