ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে বৃহস্পতিবার রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালকে শো’কজ ও নয়টিকে সতর্ক করা হয়েছে।
যথাযথ শর্তপূরণ না করার দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধিদল অভিযান চালিয়ে এসব হাসপাতালকে শোকজ ও সতর্ক করেছে বলে বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ হাসপাতালে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চক্ষমতা সম্পন্ন পরিদর্শক দল বৃহস্পতিবার মিরপুরের হলি ক্রিসেন্ট হসপিটাল,শ্যামলীর ক্রিসেন্ট হার্ট হসপিটাল এবং মোহাম্মদপুরের নার্সিং হোম ও হসপিটালে অভিযান চালিয়ে শর্ত ভঙ্গ করার জন্যে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪