ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

১ম শ্রেণির পদমর্যাদায় সরকারি চাকরির দাবিতে নার্সদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
১ম শ্রেণির পদমর্যাদায় সরকারি চাকরির দাবিতে নার্সদের মানববন্ধন ছবি: প্রতীকী

ঢাকা: বেসিক বিএসসি রেজিস্ট্রার্ড  নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে সরকারি চাকরি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি ( বিবিজিএনএস)।
 
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘‘চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারীদের প্রথম শ্রেণির পদমর্যাদায় নার্সিং অফিসার পদে অবিলম্বে সরকারি চাকরিতে নিয়োগ দানের দাবি’’-এই ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসময় বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষ নার্সিং সেবা প্রদানের জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স শুরু হয়। বর্তমানে দেশে এক হাজারেরও বেশি বেসিক গ্রাজুয়েট রেজিস্ট্রার্ড নার্স যথাযথ পদ ও সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন না। ফলে তারা তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারছেন না। এসময় তারা বেসিক বিএসসি রেজিস্ট্রার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যদায় নার্সিং অফিসারসহ সরকারি বিভিন্ন শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

 মানববন্ধনে উপস্থিত ছিলেন-বিবিজিএনএসের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম,সাধারণ সম্পাদক গীতা রায়, বাংলাদেশ ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমা আক্তার,  বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
 
 বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।