ঢাকা: লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের উদ্যোগে সুনামগঞ্জের বাংলাবাজার ইউনিয়নে তিনদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সোমবার শেষ হয়েছে।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
নরসিংহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং বাংলাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক নিজ নিজ এলাকায় শনিবার এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এর আগে ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এবং নরসিংহপুর ইউনিয়নে চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪