ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নড়াইলে বিনামূল্যে চক্ষু শিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
নড়াইলে বিনামূল্যে চক্ষু শিবির

নড়াইল: নড়াইলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) মুন্সী রাহিকুর রহমান স্মরণে মুন্সী ওয়ালিউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।



জেলা শিল্পকলা একাডেমিতে বেলা ১১টায় চক্ষু শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস।

মুন্সী ওয়ালিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সঞ্জিত কুমার সাহা, শিক্ষাবিদ ইউসুফ আলীসহ অনেকে। শতাধিক রোগীর মধ্য থেকে বাছাই করে ৬০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয় ও বিনামূল্যে চশমা, ওষুধসহ অপারেশন পরবর্তী চিকিৎসা সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।