রংপুর: বিগত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে আক্তান্ত হয়ে নবজাতকসহ বিভিন্ন বয়সের ২৯ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত শীতজনিত বিভিন্ন রোগ, নিউমোনিয়া, ডায়রিয়ায় ৫৩৬ শিশু এবং শ্বাসকষ্ট, ইআরআই রোগে আক্তান্ত হয়ে ২০১ জন নবজাতকসহ বিভিন্ন বয়সী শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের সাব ইনচার্জ মাহফুজা সুলতানা জানান, হাসপাতালে ভর্তি হওয়া এসব শিশুদের মধ্যে বিভাগের ১০ নম্বর ওয়ার্ডে নবজাতকসহ ২২ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৭ জন বিভিন্ন বয়সি শিশু শীতজনিত রোগে মারা যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কাদের খান শিশু মৃত্যুর এ খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪