ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কমিউনিটি ক্লিনিকের সাফল্য নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
কমিউনিটি ক্লিনিকের সাফল্য নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: দেশের কমিউনিটি ক্লিনিকের সাফল্য নিয়ে আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।



উন্নয়নশীল দেশগুলোতে কমিউনিটি ক্লিনিকের মডেলকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে দু’দিনের এ সম্মেলনে।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনসহ বিশ্বখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন।

 সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছির আলী, মন্ত্রণালয় ও অধিদপ্তরের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।