ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আরও ১০ হাজার নার্স নিয়োগ দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
আরও ১০ হাজার নার্স নিয়োগ দেবে সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও ১০ হাজার নার্স নিয়োগের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশে তিনি এ কথা জানান।



সমাবেশের প্রধান অতিথি মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এ কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও ১০ হাজার নার্স নিয়োগ দেবে সরকার। এর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

দক্ষিণাঞ্চলের মানুষের জটিল রোগের চিকিৎসায় শহীদ শেখ আবু নাসের হাসপাতাল আস্থার জায়গায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ হাসপাতালে নতুন বিভাগ চালুর মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করার পরিকল্পনা আছে।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লিনিয়ার থেরাপি মেশিনটি সেনাবাহিনীর বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরিক্ষা করে চালুর ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, পাবলিক পার্টনারশিপের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হয়েছে। এতে স্বল্প খরচে কিডনি রোগীরা উন্নত সেবা পাচ্ছেন।

‘খুলনাঞ্চলের হাসপাতালগুলোকেও এ পদ্ধতিতে আনার পরিকল্পনা রয়েছে,’--যোগ করেন মোহাম্মদ নাসিম।

স্বাচিপ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, খুলনা-৪ আসনের সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজা, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিনার, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছাত্রাবাস, আচার্য প্রফুল¬ চন্দ্র ছাত্রাবাস, কবি বেগম সুফিয়া কামাল ছাত্রীনিবাস, ইলা মিত্র ইন্টার্ন হোস্টেল, শহীদ ডা. মোর্তুজা হোস্টেল এবং এস এম সুলতান অডিটরিয়ামের উদ্বোধন করেন।

এর আগে সকালে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।