ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ব্রেস্ট ক্যান্সার রোধে বিনামূল্যে মেমোগ্রাম দেবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, অক্টোবর ৩০, ২০১৫
ব্রেস্ট ক্যান্সার রোধে বিনামূল্যে মেমোগ্রাম দেবে সরকার ছবি: রাজীব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্রেস্ট ক্যান্সার রোধে আগামী ডিসেম্বর মাস জুড়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে মেমোগ্রাম (স্তনের স্প্রে) দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এ বিষয়ে জাতীয় সংসদ ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়।

এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্তন ক্যান্সার রোধে সচেতনতা বাড়লে সুস্থ নারী সমৃদ্ধ জাতি গড়ে উঠবে। প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার ধরা পড়লে সঠিক চিকিৎসা নিলে বাকি জীবন সুস্থভাবে কাটানো যাবে।

নির্দিষ্ট সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক চিকিৎসা নেওয়ার আহবান জানান মন্ত্রী।

র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি,সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

এ অনুষ্ঠানের আয়োজন করে এনজিও সংস্থা ইউকেএইড, ব্র্যাক ইউনিভার্সিটি এবং অপরাজিতা সোসাইটি এগেইনস্ট ক্যান্সার নামের সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ