ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অনুমোদন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলের নামে ‘শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ’ নির্মাণের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কলেজটি মাদারীপুর জেলায় স্থাপিত হবে।


 
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সংক্রান্ত এক সভায় এ অনুমোদন দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
তিনি স্থগিত থাকা বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম খতিয়ে দেখতে পর্যবেক্ষণ দল গঠন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ দল আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।  
 
পর্যবেক্ষণ দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী পর্যালোচনা সভায় কলেগুলোর কার্যক্রম অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় তিনি জানান।
 
এছাড়া বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধির বিষয়েও সভায় সিদ্ধ‍ান্ত নেওয়া হয়।
 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসকেএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।