ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আল-রাজী হাসপাতালের ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আল-রাজী হাসপাতালের ৬ লাখ টাকা জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ফার্মগেটের বেসরকারি আল-রাজী হাসপাতালের ছয় লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাবের এক অভিযানে এ জরিমানা করা হয়।



এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বাংলানিউজকে জানান, প্রেসক্রিপশনে চিকিৎসকের স্বাক্ষর নকল করে অন্য চিকিৎসক দিয়ে রোগী দেখানোসহ বিভিন্ন অপরাধের দায়ে আল-রাজী হাসপাতালের ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ২টায় আল-ফাতেহ নামে অন্য একটি বেরসরকারি হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিলো।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এনএইচএফ/জেডএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।