ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ দিবসে অভিজ্ঞতা বিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ দিবসে অভিজ্ঞতা বিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) মহাখালীর আইসিডিডিআর’বি এর জেমস পি গ্রান্ট (জেপিজি) স্কুল অফ পাবলিক হেলথ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।



জেপিজি’র আয়োজনে এতে সরকারি, বেসরকারি, এনজিও কর্মকর্তা ও স্বাস্থ্য, শিক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে, দিবস উপলক্ষে শনিবার (১২ ডিসেম্বর) একটি সমাবেশ করে প্রতিষ্ঠানটি। ওই দিন সমাবেশে অংশগ্রহণকারীরা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি পদযাত্রায় অংশ নেন।

রকাফেলার ফাউন্ডেশনের সহায়তায় যৌথ উদ্যোগে ২০১১ সালের এপ্রিল থেকে সেন্টার অফ এক্সিলেন্স ইউনিভার্সাল হেলথ কভারেজ (সিওইইউএইচপি) এ কাজ শুরু করে।

এরপর ‘সবার জন্য স্বাস্থ্য’ এ বিষয়ে একত্মতা প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশে ২০১৪ সালের ১২ ডিসেম্বর থেকে দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
টিএইচ/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।