ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার

রাজধানীতে ৫ ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
রাজধানীতে ৫ ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা ছবি : প্রতীকী

ঢাকা: মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার ও ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির দায়ে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ১২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব-৪’র ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর এলাকায় এ জরিমানা করা হয়।



র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদ আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

জরিমানাপ্রাপ্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- মেডিসন ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, সাইক ডায়াগনস্টিক সেন্টার, মেডিনেট ডায়াগনস্টিক সেন্টার ও ডা. আলউদ্দিন ডায়াগনস্টিক সেন্টার। সবগুলো ডায়াগনস্টিক সেন্টার মিরপুর-১ এলাকায় অবস্থিত।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে এক অভিযানে এই জরিমানা করা হয়েছে।

তিনি বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির দায়ে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে সম্মিলিতভাবে ১২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঁচটির মধ্যে তিনটি ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স নেই বলেও জানান সারওয়ার আলম।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১৭৫৯ ঘণ্টা
এসজেএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।