ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে চালু হলো ই-টেন্ডারিং

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বিএসএমএমইউ’তে চালু হলো ই-টেন্ডারিং

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ই-জিপি (ইলেকট্রনিক গভার্মেন্ট প্রকিউরমেন্ট) পদ্ধতির ই-টেন্ডারিং প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ডা. কামরুল হাসান খান তার কার্যালয়ে ই-টেন্ডারিং প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।



এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের ক্রয় কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অফিস ও বিভাগসমূহের ক্রয় কার্যক্রম এ প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, প্রধান প্রকৌশলী শ্রীকান্ত রায়, পরিচালক (অর্থ ও হিসাব) মো. ছিদ্দিকুর রহমান ভূ্ঞাঁ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এএম হাবিবুর রহমান, চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. জাফর ইকবাল, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাহিদ আকতার প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।