ঢাকা: ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন হওয়ায় প্রতিবাদে সপ্তম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষকরা।
পাঁচ দফা দাবিতে প্রকৃচি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বানে শনিবার (১৬ জানুযারি) দুপুর ২টা পর্যন্ত কলেজের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষক দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা প্রফেসনাল পরীক্ষা ছাড়া কোনো ক্লাস না নেওয়ায় অচল হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম।
এ প্রসঙ্গে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আ ম সেলিম রেজা বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী লক্ষ্য অর্জনে আমরা সবচেয়ে বড় সহায়ক শক্তি। কিন্তু আজ আমাদের মর্যাদা রক্ষায় রাজপথে নামতে হয়েছে।
সরকার যখন উন্নতির উৎকর্ষতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমলাতান্ত্রিক ষড়যন্ত্র পেশাজীবীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। যেন সরকার বিব্রত হয়, যোগ করেন তিনি।
সেলিম রেজা আরও জানান, রোববার (১৭ জানুয়ারি) ঘোষিত কর্মসূচির শেষ দিন, প্রকৃচি সমন্বয় কমিটির সভা শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ওএইচ/এটি