ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
সাভারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে গরিব ও দু‍স্থদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা জেল পুলিশের উদ্যোগে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।



দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

এ কার্যক্রমের আওতায় প্রায় ৩শ’ জনের চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা সেবা ও চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী ফয়েজ হিয়া ইলানজি, সাভারের নবনির্বাচিত মেয়র হাজী আব্দুল গনী, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আজিম, সাভার মডেল থানার এএসপি রাসেল শেখ, মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী ইয়াকুব আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।