ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে ফ্রি গ্লুকোমা স্ক্রিনিং ক্যাম্প শুরু

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
বিএসএমএমইউ’তে ফ্রি গ্লুকোমা স্ক্রিনিং ক্যাম্প শুরু ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হয়েছে বিনামূল্যে (ফ্রি) গ্লুকোমা স্ক্রিনিং ক্যাম্প।

বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের (ভবন-২) ৪০৪ নম্বর কক্ষে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এর উদ্বোধন করেন।



“উপসর্গহীন গ্লুকোমা প্রতিহত করুন” প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ মার্চ পর্যন্ত এ ক্যাম্প চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এছাড়াও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অর্থোডনটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, গ্লুকোমা সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আরিফ মিয়া, চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. জাফর খালেদ, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন খান, সহকারী অধ্যাপক ডা. মো. ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশে গ্লুকোমা রোগীর সংখ্যা ২.১ শতাংশ এবং অন্ধত্বের হার ১.২ শতাংশ। সারাবিশ্বেই গ্লুকোমা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে অর্ধেক সংখ্যক রোগী হলো এশিয়া মহাদেশের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।