ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

দেশের প্রথম নিউরোসার্জনের মৃত্যুতে বিএসএমএমইউ’র উপাচার্যের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, মার্চ ২২, ২০১৬
দেশের প্রথম নিউরোসার্জনের মৃত্যুতে বিএসএমএমইউ’র উপাচার্যের শোক

ঢাকা: দেশের প্রথম নিউরোসার্জন অধ্যাপক রশিদ উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

রোববার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবাণী জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

অধ্যাপক ডা. রশিদ উদ্দিন আহমদ শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রশিদ উদ্দিন আহমদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল  অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামসুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, এনেসথেশিয়া এনালজেশিয়া অ্যান্ড ইনটেসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।