গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মরিয়ম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সুইড-বাংলাদেশ দক্ষিণ শ্যামপুর শাখার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
এসময় তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষ প্রতিবন্ধীদের নিয়ে ভাবে না।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিবন্ধীদের মেধা বিকাশে এই অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সোসইটি ফর দ্যা ওয়েলফেয়ার অফ দ্যা ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড-বাংলাদেশের (সুইড-বাংলাদেশ) মহাসচিব জহাওয়েরুল ইসলাম মামুন।
তিনি বলেন, শিশুদের প্রতি কোনো বিরূপ আচরণ কাম্য নয়। তাদের আদর যত্নে বড় করতে হবে, মেধা বিকাশের সুযোগ দিতে হবে।
আরিফ রব্বী পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিউজ্জামান ভূঁইয়া, সাঘাটা কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাহমিদা রাব্বী মিতা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসআই