ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

১০ দফা দাবিতে আমরণ অনশনে বিএমটিপিএসএ সদস্যরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
১০ দফা দাবিতে আমরণ অনশনে বিএমটিপিএসএ সদস্যরা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত অবৈধ ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি কোর্স পরিচালনা অবিলম্বে বন্ধ করে প্রস্তাবিত ‘প্যারামেডিকেল শিক্ষাবোর্ড এর পরিবর্তে ‘বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন’ আইন দ্রুত বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে আমরণ অনশনে নেমেছে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্ট এসোসিয়েশনের (বিএমটিপিএসএ) সদস্যরা।

সোমবার (মে ১৬) বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই আমরণ অনশন শুরু করেন তারা।

এতে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব হেদায়েতুল ইসলাম।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অভিন্ন নীতিমালা প্রণয়ন করে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স পরিচালনা করা, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের তীব্র বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ডব্লিএইচও কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুযায়ী নতুন নতুন পদ সৃষ্টি করা এবং স্থগিতকৃত নিয়োগের আইনগত সমস্যা জরুরিভাবে নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মসিস্টদের পদ মর্যাদা ১০ম গ্রেড এ উন্নীত করা, উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সকল সরকারি আইএইচটিগুলোতে ফার্মেসি ও রেডিওথেরাপিসহ সকল অনুষদের কোর্সের বিএসসি ও অনতিবিলম্বে এমএসসি কোর্স চালু করা, বিএসসি ডেন্টাল কোর্সের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় ভর্তি কার্যক্রম চালু করা।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল টেকনোলজিস্টদের সার্বিক কার্যক্রম ও যোগাযোগের সুবিধার্থে স্বতন্ত্র উইং চালু করা, বিএসসি মেডিক্যাল টেকনোলজিস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্টদের জন্য সরকারি, স্বায়ত্তশায়িত হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে পদ সৃষ্টি করে পদায়ন করা এবং ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্টদের ক্যারিয়ার প্লান জরুরি ভিত্তিতে বাস্তবায়নের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা করা ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ১৬, ২০১৬,
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।