ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নার্স পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১১ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
নার্স পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১১ জুলাই

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তরের আওতায় ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১১ জুলাই।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মঙ্গলবার (২৮ জুলাই) মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনে আগামী ১৯ জুলাই পর্যন্ত প্রথম থেকে ২৫২০ রেজিস্ট্রেশন নম্বরধারীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) মৌখিক পরীক্ষার আসনবিন্যাস পাওয়া যাবে।

অবশিষ্ট প্রার্থীদের পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।

লিখিত পরীক্ষার সময় দেওয়া প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

গত ৭ জুন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৯৫ জন। ৩ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৬৩ জন।

দ্বিতীয় শ্রেণির তিন হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য গত ২৮ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের জন্য একদল নার্স আন্দোলনের এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডির বাড়ির সামনে বিক্ষোভ করেন। পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। পরবর্তীতে আরেক দল সংবাদ সম্মেলনে জানায় আন্দোলন ভুল ছিল।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।