ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দীর্ঘমেয়াদে ডায়াবেটিস ক্ষতিকর

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
দীর্ঘমেয়াদে ডায়াবেটিস ক্ষতিকর

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিস ও হৃদরোগ’ বিষয়ক বিশেষ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিস ও হৃদরোগ’ বিষয়ক বিশেষ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) মালিবাগ মেডিনোভা সেন্টারে রোগীদের সঙ্গে কথা বলেন ডা. মো. তৌফিকুর রহমান (ফারুক), সহযোগী অধ্যাপক-কার্ডিওলজি, মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর ও ডায়াবেটিস বিশেষজ্ঞ।

আলোচনায় তিনি বলেন, স্বল্প মেয়াদে ডায়াবেটিস অনেকাংশে কোনো লক্ষণ বা শারিরীক সমস্যা না করলেও দীর্ঘমেয়াদে এ রোগ হার্টঅ্যাটাক, হৃদরোগ, পক্ষাঘাত, স্টোক, কিডনি রোগ, চোখের রোগ, চর্মরোগসহ অনেক জটিল রোগের জন্ম দিতে পারে। আমরা সবসময়ই ঐকান্তিকভাবে চেষ্টা ও কামনা করি যেন ডায়াবেটিস রোগের জটিল পরিণতি থেকে মুক্ত থেকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

এই বিশেষজ্ঞ ডাক্তার আরও বলেন, এখন প্রয়োজন পর্যাপ্ত সচেতনতা ও নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলা, নিয়মিত হাঁটাহাঁটি করা, সঠিক খাদ্যাভাস মেনে চলা।

অনুষ্ঠান শেষে এক র্যালির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।