ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

উপজেলা পর্যায়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
উপজেলা পর্যায়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচি

দেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মসূচি শুরু হয়েছে।

ঢাকা: দেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর)’ ও ময়মনসিংহ সমিতি।

রোববার (২৭ নভেম্বর) থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জামালপুর জেলার সাতটি উপজেলায় দিনব্যাপী এ সংক্রান্ত প্রচারণা চালানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ মানুষদের নিবন্ধন করে ২ ডিসেম্বর জামালপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শনাক্তকরণ ক্যাম্প আয়োজন করা হবে।

ক্যাম্পে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ চিকিৎসক স্তন ও জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং ছাড়াও সব ধরনের ক্যান্সারের জন্য ফ্রি পরামর্শ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।