ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জে দেড় লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
গোপালগঞ্জে দেড় লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে শনিবার (১০ ডিসেম্বর)। এ জেলায় দেড় লক্ষাধিক শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে শনিবার (১০ ডিসেম্বর)। এ জেলায় দেড় লক্ষাধিক শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার(০৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলনে কক্ষে এ উপলক্ষে সাংবাদিকের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।  

গোপালগঞ্জের সিভিল সার্জন চৌধুরী শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ডা. তানভীর আহম্মেদ ও জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ নাহিদ কামাল উপস্থিত ছিলেন।  

সিভিল সার্জন চৌধুরী শফিকুল আলম বাংলানিউজকে জানান, জেলায় ১৬৬১টি ইপিআই কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ৯০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৮৩৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ বয়সী ১ লাখ ৪৫ হাজার ৭৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
  
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।