জাতীয় কিডনি হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কিছু অব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ নির্দেশ দেন।
শুক্রবার (২০ জানুয়ারি) এ নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলোকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছয় মাস ধরে এক্স-রে মেশিন নষ্ট পড়ে থাকার কারণ ব্যাখ্যা চাওয়ার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই ব্যাখ্যা জমা দেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন।
ইতোমধ্যে হৃদরোগ হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্ল্যানিং)কে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কিডনি হাসপাতালের জন্য আগামী রোববার কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এমএন/পিসি