ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

‘উত্তরাঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
‘উত্তরাঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবেন’ প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি- ছবি: বাংলানিউজ

বগুড়া: এখন থেকে উত্তরাঞ্চলের মানুষ নিশ্চিত করেই উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) আইসিইউ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। রোববার (২২ জানুয়ারি) দুপুরে উত্তরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফিতা কেটে স্বাস্থ্যমন্ত্রী ৬শ’ শয্যার হাসপাতালের এই আইসিইউ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পরে হাসপাতালের পরিচালক ব্রি. মাসুদ আহসানের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আজ থেকে এ হাসপাতালে আইসিইউ বিভাগের কার্যক্রম শুরু হলো। এতে করে সর্বস্তরের রোগিরা আইসিইউ সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহসান হাবিব, উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু প্রমুখ।
 
এর আগে, মন্ত্রী শহরের নবাবাড়ি রোডে অবস্থিত বগুড়া ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।