বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউড ও হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতিবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যেখানেই অবৈধ ক্লিনিক পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জাতীয় ক্লিনিক রোগীকে সুস্থ করার চেয়ে মেরে পেলে বেশি। তিনি বলেন, ভূয়া ক্লিনিক বন্ধ হলে সরকারি হাসপাতালে রোগীর চাপ আরো বাড়বে। এজন্য সরকারি হাসপাতালের চিকিৎসকদেরকে বাড়তি চাপ নিতে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সরকারি হাসপাতালগুলোকে আরো সেবার উপযোগী করে গড়ে তুলতে চিকিৎসক ও নার্সদের নিয়মিত উপস্থিতি এবং সেবা দেওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি হাসপাতালকে পরিচ্ছন্ন রাখাতেও নির্দেশ দেন মন্ত্রী।
জাতীয় নাক-কান-গলা হাসপাতালের মতো মনোরম ভবন ও অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ বেশ কিছু আধুনিক হাসপাতাল সরকার নির্মাণ করলেও সাধারণ মানুষের কাছে এগুলো এখনো ব্যাপক পরিচিতি লাভ করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএন/বিএস