রোববার (৫ মার্চ) সকাল থেকেই তারা এ কর্মবিরতি পালন করছেন।
মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বাংলানিউজকে বলেন, বগুড়ার ঘটনায় সকাল থেকেই ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করছেন।
তিনি আরো বলেন, ৯০০ শয্যার এ হাসপাতালে এখন ১ হাজারেরও বেশী রোগী ভর্তি আছেন। রোগীদের যেনো কোনো ক্ষতি না হয় তা চিন্তা করে হাসপাতালের অধ্যাপক, সহকারী অধ্যাপক ও হাসপাতালে টেইনিং নিতে আসা চিকিৎসকদের দিয়ে সেবা দেওয়া হচ্ছে।
খলিল নামে এক রোগীর চাচাতো ভাই বেলাল বাংলানিউজকে বলেন, খলিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা না পেয়ে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এজেডএস/আরআইএস/জেডএম