ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডোমারের জহুরা এএফপি রোগে আক্রান্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ডোমারের জহুরা এএফপি রোগে আক্রান্ত 

নীলফামারী: নীলফামারীর ডোমার পৌরসভায় জহুরা বেগম (৯) নামে একিউট ফেলাসিক প্যারালাইসিস (এএফপি) রোগে আক্রান্ত একটি শিশুর সন্ধান পাওয়া গেছে। 

জহুরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইদ্রিস আলীর মেয়ে।  

জানা গেছে, জন্মের সময় জহুরা স্বাভাবিক ছিল।

তাকে যথাযথভাবে পোলিও টিকাও খাওয়ানো হয়েছে। কিন্তু বিগত তিন মাস ধরে জহুরা তার হাত পায়ে দুর্বলতা অনুভব করে। একপর্যায়ে তার চলাফেরার শক্তি কমে যায়। এ অবস্থায় তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে মেয়েটি এএফপি রোগে আক্রান্ত বলে জানান চিকিৎসকেরা।  

খবর পেয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম শিশুটিকে দেখতে তাদের বাড়ি যায়। বুধবার সকালে (১৭ মে) এই মেডিকেল টিম স্থানীয় দুই শতাধিক শিশুকে আবারও পোলিও টিকা খাওয়ায়।  

ডোমার উপজেলা স্বাস্থ্য সহকারী এবং এই মেডিকেল টিমের কো-অর্ডিনেটর খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ্ব উদ্দিন মিয়া জানান, ওই এলাকায় একটি মেডিকেল টিম কাজ করছে। এএফপি রোগে আক্রান্ত শিশুটির থেকে যাতে আর কোনো শিশু আক্রান্ত না হয় সেজন্য ওই এলাকার দুই শতাধিক শিশুকে পোলিও খাওয়ানো হয়েছে।  

আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।