ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই  বক্তব্য দিচ্ছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন-ছবি: কাশেম হারুন

ঢাকা: চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার (২১ মে) সকা‌লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যালয় চত্বরে চিকুনগু‌নিয়া ও ডেঙ্গু‌ রোগ প্র‌তি‌রোধে মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নের শুরুর আগে মেয়র এ কথা জানান।

সাঈদ খোকন বলেন, চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই।

চিকুনগুনিয়া মশাবাহিত রোগ, নরমাল ওষুধে সাতদিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ক্র্যাশ প্রোগ্রা‌মে ডিএসসিসি'র সব ওয়ার্ডে মশা নিধন  কার্যক্রম শুরু করছি। হঠাৎ করে এ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব।

এ নিয়ে নগরবাসীর আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, সারাদেশে দেড়শোজন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে। বক্তৃতা শেষে মেয়র মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উ‌দ্বোধন করেন-ছবি: কাশেম হারুনবক্তৃতা শেষে মেয়র বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানকে নিয়ে মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উ‌দ্বোধন করেন।

এসময় সেখানে ডিএসসিসি'র প্রধান নির্বাহী খান মো. বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএম/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।